মাসব্যাপী বাণিজ্য মেলার পর্দা নামছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এ মেলা। সমাপনী অনুষ্ঠানে মেলায় কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।
মেলার পরিচালক বিবেক সরকার এ তথ্য জানান। তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেলে সমাপনী অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক তুলে দেবেন আজ
এবারের বাণিজ্য মেলা শুরু হয় গত ২১ জানুয়ারি। সাধারণত ১ জানুয়ারি থেকে মেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়েছে। এবার ৩৩০টি স্টল ছিল। মেলায় প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থী ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুর ২৫ টাকা।
জানা গেছে, বাণিজ্যমেলার শেষ দিনে বিভিন্ন স্টলে পণ্য বিক্রিতে বেশি ছাড় দেওয়া হয়। ফলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় থাকে। আজও তেমন ভিড় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।