ডিবি কার্যালয়ে যে অভিযোগ নিয়ে তিশার বাবা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ PM
আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা অভিযোগ করেছেন—অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে কেউ তার মেয়েকে হত্যার হুমকি দিয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিশার বাবা সাইফুল ইসলাম মিন্টোর রোডের ডিবি কার্যালয়ে যান। পরে ডিবি প্রধান হারুন—অর—রশীদের সঙ্গে সাক্ষাতের পর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল নম্বর থেকে হোয়াটসআপে ফোন করে আমাকে বলেন, আপনি কি তিশার আব্বু বলছেন, আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।
এরপর ফোনে দেখি আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটে কল আসে। আমি এত রাতে ঘুমিয়ে যাওয়ায় সকালে উঠে এসব নম্বর থেকে মিসড কল দেখতে পাই, যা আমার জন্য অশুভ ও উদ্দেশ্যেপ্রণোদিত। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। পরে হত্যার হুমকি পেয়েছে জানিয়ে নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেন আলোচিত মুশতাক—তিশা।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।