বাসের ভেতর ধূমপান করলে কর্মীদের শাস্তি দেবে এনা

বাসের ভেতর ধূমপান করলে কর্মীদের শাস্তি দেবে এনা
বাসের ভেতর ধূমপান করলে কর্মীদের শাস্তি দেবে এনা  © ফাইল ছবি

চলন্ত বাসে বা বাসের ভেতরে যেকোনো অবস্থায় কর্মীদের ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেড। প্রতিষ্ঠানটির এ নির্দেশনা অমান্য করলে পেতে হবে শাস্তিও।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এনা কর্তৃপক্ষের সিল সংরক্ষণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এতদ্বারা এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেডের সকল রুটের চালক ও গাইডদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাড়ি চালানো অবস্থায় বা গাড়ির ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষেধ। এই আদেশ যারা অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।’’

এনার পক্ষ থেকে এমন নির্দেশনা মেনে চলতে কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কর্মীদের পক্ষ থেকে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।

এনার এমন নির্দেশনায় যাত্রীদের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এ নির্দেশনাকে সময়োপযোগী উল্লেখ করে যাত্রীরা এনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম রুটে এনায় নিয়মিত যাতায়াত করা মো. মিরাজুল ইসলাম বলেন, শুধু উদ্যোগ নিলেই হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। সবার আগে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারদেরকে এ নিয়মের আওতায় আনতে হবে।


সর্বশেষ সংবাদ