১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯

রমজানে স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের

  © সংগৃহীত

আসন্ন রমজান মাসে পুরোপুরি স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‌‘সচেতন অভিভাবক মহল’-এর ব্যানারে মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের বার্ষিক ছুটির তালিকায় পরিবর্তন এনে ১০ বা ১৫ রোজা পর্যন্ত স্কুল খোলা রাখা একটি হঠকারী সিদ্ধান্ত। বছরের শুরুতে স্কুল ছুটির তালিকায় পুরো রমজান মাস ছুটির আওতায় রাখা হয়েছিল। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে ছুটি বাতিল করে বলা হলো, রমজানে স্কুল খোলা থাকবে। সিয়াম সাধনার মাসে এ ধরনের সিদ্ধান্ত অভিভাবক এবং শিক্ষার্থীদের মারাত্মক হতাশ করেছে।

তারা বলেন, রোজা রাখার মাধ্যমে মানুষের মাঝে নৈতিক গুণাবলি তৈরি হয় বলে সন্তানদের ছোটবেলা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন। ভালো কাজের ট্রেনিংয়ের মাসে যদি কাউকে ভালো কাজ করতে না দিয়ে ক্লাস-পরীক্ষায় ব্যস্ত রাখা হয়, তবে সে চরিত্র গঠন করবে কীভাবে? যে বা যারা রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখতে চান, তারা কখনোই শিক্ষার্থীদের ভালো চায় না বলে অভিযোগ করেন অভিভাবকরা।