অবশেষে এসএসসির প্রবেশপত্র পেলেন শেরপুরের সেই ১৪ শিক্ষার্থী
অবশেষে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীদের কাছে প্রবেশপত্রগুলো হস্তান্তর করা হয়।
এর আগে প্রবেশপত্র না পেয়ে বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেই আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থী-অভিভাবকরা। পরে সন্ধ্যায় পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে।
জানা গেছে, ওই ১৪ শিক্ষার্থীর ফরম পূরণ না করে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাঈম আকন্দ ও স্কুলের সহকারী শিক্ষক মো. জুলফিকার হায়দার টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। যে কারণে ১৪ শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। প্রবেশপত্র না পাওয়ায় প্রধান শিক্ষককে চার ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে পুলিশি পাহারায় প্রধান শিক্ষককে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠানো হয়। সেখান প্রধান শিক্ষক ও শ্রীবরদী উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আকন্দের হাতে প্রবেশপত্র তুলে দেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল হক।