০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২

শীত কমলেও যেসব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

  © সংগৃহীত

সারাদেশে কমে গেছে শীতের প্রকোপ। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। আরও ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস বলছে, সারাদেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির এ প্রবণতা বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ছে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

নীলফামারীর সৈয়দপুরে সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বরিশালে।