ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৭ PM
বরিশালে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কলেজছাত্র ও দোকান কর্মচারী সজীব জমাদার (২০) মারা গেছেন। এসময় ঘটনাস্থলের চারটি দোকান পুড়ে যায়। নথুল্লাবাদ জিয়া সড়কের পাশে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। দুপুরে বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচারের দোকান, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ও একটি গ্যারেজ রয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় ওই স্থান থেকে সজিব জমাদ্দার নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
সজীব নগরীর একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশুনার ফাঁকে জিয়া সড়কে পুড়ে যাওয়া হাবিব মটরসে কাজ করতেন। রাতে ওই দোকানেই থাকতেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের কালাম জমাদারের ছেলে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই আল মাহমুদ বলেন, মৃতদেহ পুরোপুরি পুড়ে গেছে। লাশটি উদ্ধার করে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।