২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন কথাশিল্পী জাকির তালুকদার

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন কথাশিল্পী জাকির তালুকদার
জাকির তালুকদার   © টিডিসি ফটো

কথাশিল্পী জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন। রবিবার(২৮ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বাংলা একাডেমি বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তাঁর চিঠির সূচনা অংশটি প্রদর্শিত হচ্ছিল। 

এ প্রসঙ্গে গণমাধ্যমকে জাকির তালুকদার জানান, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই মহাপরিচালক সাহেব পেয়ে যাবেন। 

কেন এই পুরস্কার ফেরত দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া। প্রতিষ্ঠানটিতে আড়াই দশকব্যাপী নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।’

২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন জাকির তালুকদার। বেশ কয়েক বছর ধরেই বাংলা একাডেমি পুরস্কার নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে। এবারও পুরস্কারপ্রাপ্তদের কয়েকজনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ঠিক এই সময়ে জাকির তালুকদারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়ায় আলোচনার সৃষ্টি হয়েছে।