শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জাতিসংঘ মহাসচিব
ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে এই অভিনন্দন জানান তিনি।
চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা। জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। যার মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা।’
মহাসচিব গুতেরেস চিঠিতে আরও বলেছেন, ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার উপস্থিতি ও আস্থার জন্য সাধুবাদ জানাই। আমি আশা করছি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর সংস্কারের মতো ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে পাশে পাব।’
‘বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর,’ বলেও চিঠির শেষে যোগ করেন গুতেরেস।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন।