এলএনজি টার্মিনালে ত্রুটি, গ্যাসের সরবরাহ ও চাপ আরও কমছে
মহেশখালীর এলএনজি, এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে বলে জানিয়েছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।
তবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার না করায় এ নিয়ে গ্রাহকদের কোনো রকম প্রস্তুতিও ছিল না। সকালে গ্যাস বন্ধ থাকায় বহু রেস্তোরাঁয় রান্না হয়নি। ফলে অনেকেই রেস্তোরাঁয় খাবারের জন্য লাইন দিয়েছেন।
আরও পড়ুন: চালের দাম নিয়ন্ত্রণে ৬৪ জেলার ডিসি-এসপিকে অভিযানের নির্দেশ
এছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। তবে গ্যাস সরবরাহ শুরু হলেই যাতে আগে গ্যাস পান সে জন্য আজ ভোর পাঁচটা থেকে ফিলিং স্টেশনের সামনে লাইন ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকেরা।
এ বিষয়ে ভুক্তভোগী নগরবাসী জানান, বাসায় গ্যাস না থাকায় সকালের নাশতা করতে দোকানে গিয়েও নাশতা করতে পারেননি তারা। তিন মাস ধরে গ্যাসের এই তীব্র সংকট চলছে বলেও জানান তারা।
কেজিডিসিএলের কর্মকর্তারা বলছেন, মার্কিন টার্মিনালটি চালু হলেও সংকট যাবে না। কারণ, সামিটের টার্মিনালটি রক্ষণাবেক্ষণে যাবে। দুটি সমানতালে চালু থাকলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সুযোগ আছে। দুটি টার্মিনাল মিলে দিনে ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।