শীতের তীব্রতায় বিপর্যস্ত সারাদেশ, বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

শীতের তীব্রতায় বিপর্যস্ত সারাদেশ
শীতের তীব্রতায় বিপর্যস্ত সারাদেশ  © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।  উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বুধবার আরও কমেছে। আজ রাতে দেশের তিন বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে। যা মঙ্গলবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ আরেকটু কমে নেমেছে ৯.৬ ডিগ্রিতে। কুয়াশার তথ্যে বলা হয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকার তাপমাত্রাও আজ গতকালের তুলনায় কমেছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে ঈশ্বরদী (৯.৮), সীতাকুণ্ড (৯.৫), চুয়াডাঙ্গা (৯.৮), বরিশালের (৯.৭) তাপমাত্রা। ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

এছাড়া বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে নামতে পারে বৃষ্টি। কুয়াশার তথ্যে বলা হয়েছে, কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।

পরের দিন শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।


সর্বশেষ সংবাদ