১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩

ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে, হতে পারে বৃষ্টি

ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে  © সংগৃহীত

তীব্র শীত সারাদেশে জেঁকে বসেছে। ঘন কুয়াশায় মিলছে না রোদের দেখা। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। তাই দিন ও রাতের তাপমাত্রা থাকছে একইরকম। দেশের ১৩ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তীব্র শীত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন। হতে পারে বজ্রসহ বৃষ্টি।

এদিকে শীতের তীব্রতা সবচেয়ে বেশি ঠাকুরগাঁওয়ে। তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণের তথ্যমতে, আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। জীবিকার তাগিদে অনেকে আবার শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন। কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

কয়েকদিন ধরেই পৌষের শেষ শীতে কাঁপছে রাজধানী ঢাকা। যেখানে কনকনে ঠান্ডা, ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু নগরজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দু’দিন পর থেকে কমবে শীতের তীব্রতা। উত্তরাঞ্চলে ১৭ থেকে ১৯ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এতে ঘন কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসবে তাপমাত্রা। 

আরও পড়ুন: তাপ পোহানোর আগুনে পুড়ে মৃত্যু রংপুরে

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ১৭ থেকে ১৯ তারিখে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন বৃষ্টি হবে, তখন কুয়াশা সম্পূর্ণ কেটে যাবে। সেসময় দিনের তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় দিনের তাপমাত্রা চলে আসবে। 

শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঠাকুরগাঁওয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস।