বিসিবিতে থাকছেন না পাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন। দীর্ঘ ১২ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন এ বিসিবি সভাপতি।
সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হবেন। তার পক্ষে আর বিসিবি দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য নাজমুল হাসান পাপন ১৭ অক্টোবর ২০১২ সালে প্রথম দায়িত্ব পালন করেন। তারপর টানা ৩ বার তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ৬ অক্টোবর ২০২১ সালে তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পান।
নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৩৬ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করবেন। বুধবার ১০ জানুয়ারি তাদের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করা হয়। এর আগে আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পেয়েছেন বর্তমান মন্ত্রিসভার সদস্য আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, দীপু মনি, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ, ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী।
মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে আরও ফোন পেয়েছেন ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাজ্জাদুল হাসান, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, কুজেন্দ্র লাল ত্রিপুরা। আজ সন্ধ্যায় তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন।