১০ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭

মাগুরার মানুষের জন্য কাজ করার চেষ্টা কররো: সাকিব

সাকিব আল হাসান  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এদিন নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। 

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন সাকিব।  

শপথ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা কররো মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার। ’

এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবে নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। একইসঙ্গে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা।

আরও পড়ুন: ‘বাংলাদেশ’ বানান ভুল নিয়ে বিদেশিদের হাসাহাসি, চটেছেন ইমরুল কায়েস

এছাড়া গতকাল দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত ২৯৮ সংসদ সদস্যের তালিকা বিবরণসহ গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বিকালে গেজেট প্রকাশ করা হয়েছে। 

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলেও গণ্য হবেন। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। 

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান।