০৮ জানুয়ারি ২০২৪, ২০:১৯

জামানত হারালেন জাবির সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার

জাবির সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি মাত্র ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

গতকাল রবিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

নেত্রকোনা-৫ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে বৈধ ভোট পড়ে ১ লাখ ১৫ হাজার ৩০টি। এতে প্রার্থীর জামানত রক্ষায় ১৪ হাজার ৩০ ভোট পেতে হতো। কিন্তু স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট। ফলে আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ওই তিনি জামানত হারান। এই আসনে আনোয়ার হোসেন ছাড়াও আরও দুজন প্রার্থী জামানত হারিয়েছেন।

তাঁরা হলেন তৃণমূল বিএনপির আব্দুল ওয়াহহাব হামিদী। তিনি পেয়েছেন ৩৭২ ভোট। আর জাতীয় পার্টির (লাঙ্গল) ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১ হাজার ৬০৬ ভোট। অন্যদিকে নৌকার প্রার্থী আহমদ হোসেন ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

গত ২০ নভেম্বর জাসদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অধ্যাপক আনোয়ার হোসেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরে গত ৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন সমস্যার কারণে অধ্যাপক আনোয়ার হোসেনের প্রার্থিতা বাতিল করেন। শেষে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত পান তিনি।