হেভিওয়েটদের হেভি পরাজয়

  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে হেরে গেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। হেরে যাওয়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আলোচিত আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান ও নেত্রী মমতাজ, আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী,  তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার উল্লেখযোগ্য।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমর্থিত ৬ প্রার্থীর মধ্যে দুই জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (বরিশাল-২) ও জাসদের রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)। হেরে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা।

পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে গেছেন সাত বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু। 

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন হাসানুল হক ইনু। জাসদের এই সভাপতি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ২৩ হাজার ৩৫৪ ভোটে হেরে গেছেন হাসানুল হক ইনু।

তৃণমূল বিএনপির শীর্ষ নেতা দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে নৌকার প্রার্থীর কাছে হেরেছেন। মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসন থেকে সোনালি আঁশ মার্কায় প্রার্থিতা করে হেরেছেন। মুন্সিগঞ্জ থেকে নির্বাচন করে হেরে গেছেন বিকল্পধারার বর্তমান এমপি মাহী বি চৌধুরী।

এ ছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে। অনুপম শাহজাহান ৯৬ হাজার ৪০১ ভোট পেয়েছেন। নিকটতম প্রার্থী কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।

নির্বাচনে রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আসাদুজ্জামান বাবলু পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান রাঙ্গা ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট।

রাজশাহীর-২ আসনে (সদর) বর্তমান এমপি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে হেরে গেছেন। এই আসনে ৫৫ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। নির্বাচনে তিনি কাঁচি প্রতীকে  বেসরকারিভাবে নির্বাচিত হন। নৌকার বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট।

রাজশাহী-১ আসন থেকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে অংশ নেয়া বহুল আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি  বড় ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরীর কাছে। মাহিয়া মাহি এই আসন থেকে মোট ভোটের মধ্যে মাত্র ৯ হাজার ৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ওমর ফারুক চৌধুরী সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জামালপুর-৪ আসনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদের কাছে। এই আসনে বর্তমান সংসদ সদস্য মুরাদ হাসান ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাকের কাছে বিধ্বস্ত হয়েছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ৬ হাজার ২৫৬ ভোটের ব্যবধানে ট্রাকের কাছে গেছেন মমতাজ। 

এবারও নৌকা পেয়েও জয় পাননি আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ। ফরিদপুর-৪ আসনে  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন তিনি। টানা তিনবার নৌকা প্রতীক পেয়েও জয় পাননি তিনি। ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে হেরেছেন বর্ষিয়ান এই নেতা।

ঢাকা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হয়েছেন সালমা ইসলাম। সালমান এফ রহমান পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫ ভোট। লাঙ্গল প্রতীকের সালমা ইসলাম পেয়েছেন ৩৪৯৩০ ভোট। 

এছাড়া এই নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে গেছেন আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ডাব প্রতীকে মাত্র দুই হাজার ১৭৫ ভোট পেয়েছেন তিনি। হারিয়েছেন জামানও। জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিল ১২ হাজার ৭৬ ভোটের। এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 


সর্বশেষ সংবাদ