রাজশাহী-২ আসনে কেন্দ্র ফাঁকা, সাড়ে ৭ ঘন্টায় ৪৪০ ভোট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ হাজার ৮২২ জন। সকাল ৮টা থেকে ভোট শুরুর প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছিল মাত্র ২০টি। তবে ৩টা ২০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪৪০টি। যা মোট ভোটারের ২৪ দশমিক ১৪ শতাংশ। আজ বিকেলে ৩টা ২৫ মিনিটে কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রিজাইডিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, 'সকাল ৮ টা থেকে ভোট শুরুর পরবর্তী দুই ঘন্টায় মাত্র ২০টি ভোট পড়েছিল। এখন পর্যন্ত ৪৪০টি ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি আশানুরূপ নয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়েছে বলে তিনি জানান।
সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর ২৬ মিনিট পর্যন্ত কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়নি। তবে সকাল সাড়ে ৮টার দিকে একজন নারী ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। পরবর্তীতে দুইজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় ভোট না দিয়ে ভোট কেন্দ্র ছাড়েন। তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের পূর্বেই কেন্দ্রের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দশজন পোলিং এজেন্ট ভোট দিয়েছেন। এছাড়া ভোট কেন্দ্রে এই দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট আসেননি।
প্রিজাইডিং অফিসার সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ এবং পুরুষ ভোটার ৮৮৩ জন। ভোটারদের মধ্যে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান।
রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ জন আর নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এছাড়া হিজড়া ভোটার আছে ৮ জন।