যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, একজন আহত

  © ফাইল ছবি

যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মারুফ হোসেন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৭টার পরে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার রেলিং এর ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আনসার সদস্য মারুফ হোসেন এর ডান পায়ে আঘাত লেগে তিনি আহত হন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের পাশ থেকে দুর্বৃত্তরা এখানে একটি ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন এক আনসার সদস্য। তিনি আহত হন। তার পায়ে রক্তপাত হয়। বর্তমানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একই কেন্দ্রে গতকাল রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আনসার সদস্যরা ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে কেন্দ্রের ভিতরে অবস্থান করছিলেন। কেন্দ্রের একপাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হলে বিকট শব্দে তারা চমকে ওঠেন।


সর্বশেষ সংবাদ