১৪ জেলায় ২১ ভোটকেন্দ্রে আগুন

ফেনীর একটি ভোটকেন্দ্রে আগুন
ফেনীর একটি ভোটকেন্দ্রে আগুন  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১৪ জেলায় অন্তত ২১টি ভোট কেন্দ্রে আগুন দিয়ে দুর্বৃত্তরা। গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় এবং কালিয়াকৈরে আলাদা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

টাঙ্গাইল পৌরসভার কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেয়া হয়েছে।

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ২টি ভোট কেন্দ্র আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা।

শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুমে আগুন দেয়া হয়েছে।

রাজশাহীর বাঘায় চক্র রামপুর লক্ষ্মী নারায়ণ স্কুল ভোটকেন্দ্রে ও ভোটকেন্দ্রের বাইরে চায়ের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া, ময়মনসিংহ, শরীয়তপুর ও হবিগঞ্জে আগুনে পোড়ানো হয়েছে তিনটি ভোটকেন্দ্র। আর বরিশালে স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে, রাজবাড়ীতে ভোট কেন্দ্রের পাহারায় থাকা গ্রাম পুলিশের এক সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।


সর্বশেষ সংবাদ