এবার বসুন্ধরা আবাসিক এলাকায় ১০তলা ভবনে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১২ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ AM
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ১০তলা ভবনের নবম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১৮ নম্বর সড়কের ৩৩৮/এ নং ১০তলা ভবনের ৯তলায় আগুন লেগেছে।
এ ঘটনায় খবর পেয়ে বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এর আগেই ট্রেনের চারটি কামরা পুড়ে যায় এবং উদ্ধার করা হয় একে একে পাঁচটি মরদেহ।