বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৫
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনের চারটি কামরা পুড়ে গেছে।
রাত পৌনে ১১টায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ৫টি মরাদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, সেটা উদঘাটনের চেষ্টা হচ্ছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আজ রাত ৯টা ৫ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। প্রথমে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট সেখানে ছুটে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে এ ঘটনা ঘটে।