০৫ জানুয়ারি ২০২৪, ১২:৪০

বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদের যা জানিয়েছে আওয়ামী লীগ

বৈঠকে দু’পক্ষের প্রতিনিধিরা  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুপক্ষের মধ্যে বৈঠকটি হয়।

জানা গেছে, বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অন্যদিকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ২০০-এর বেশি বিদেশি পর্যবেক্ষক। এছাড়া ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।