০২ জানুয়ারি ২০২৪, ০৮:০০

আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন সাজে সেজেছে পুরো শহর

আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ সাত বছর পর নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে পুরো শহর।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ, করা হয়েছে বিশাল প্যান্ডেল।

পুরো ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য বর্ধনের জন্য রঙ করা হচ্ছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি মানুষকে ভোটদানে বিরত রাখতে চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ফরিদপুরের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনি জনসভায় আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহব্বান করবেন।