০১ জানুয়ারি ২০২৪, ২১:৩১

নববর্ষ উদযাপন: মেট্রোরেলের তারে ৩৮ ফানুস

নববর্ষ উদযাপন: মেট্রোরেলের তারে ৩৮ ফানুস
  © সংগৃহীত

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টিফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি পোড়ানো, ফানুস ওড়ানো ও উচ্চ শব্দে গান বাজানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে উৎসব করতে গিয়ে মেট্রোরেলের তারে ৩৮টি ফানুস জড়িয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। 

ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস মেট্রোরেলের তারে আটকে গেলেও কর্তৃপক্ষের সতর্ক থাকায় কোনো সমস্যা হয়নি। এ ধরনের সমস্য তৈরি হতে পারে এই শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া হয়। এ জন্য পুরো মেট্রোরেল পথকে ছয়টি সেকশনে ভাগ করে প্যাট্রলিং করা হয়েছে। এ সময় আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করেন রেলকর্মীরা।

মেট্রোরেল পরিচালনকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়েছেন। এ সময় বিভিন্ন এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে। স্পার্কিং হলে রেল চলাচল বাধাগ্রস্ত হতে পারত। ফানুস আটকে গতন বছর মেট্রোরেল চলাচলে দুই ঘণ্টা দেরি হয়েছিল। এ বছর পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়।