ভোলার চরফ্যাশনে প্রাথমিকের ৩ লাখ ৭১ হাজার নতুন বই
ভোলার চরফ্যাশন উপজেলায় নতুন বছরে বই বিতরণের জন্য প্রাথমিকের তিন লাখ ৭১ হাজার ৮শত ৫০টি নতুন বই এসেছে। নতুন বইয়ে নতুন বছরে উৎসবে মাতবে চরফ্যাশনের কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার ২১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০০টি বেশি এনজিও স্কুল এবং ২ শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে এই বই।
বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, যা নির্ধারিত সময়ের আগেই পৌঁছে দেওয়া হবে। নতুন বইয়ে নতুন বছরে উৎসবে মেতে উঠেছে চরফ্যাশনের কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন বই পাওয়া আদর্শ মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ছাদেক মিয়া বলেন, চাহিদা অনুযায়ী আমরা বই পেয়েছি। নতুন বছরের প্রথম দিনে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আমরা এসব বই তুলে দেবো। আমি মনে করি; নতুন বই পেয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত বাড়বে।
চরফ্যাশন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের শিক্ষাখাতে বড় সাফল্য। বছরের শুরুতে নতুন বই পেয়ে স্কুলমুখী হচ্ছে শিশুরা। আমাদের উপজেলায় চাহিদা অনুযায়ী বই চলে এসেছে। যথা সময়ে কোমলমতি শিক্ষার্থীরা হাতে বই তুলে দেওয়ার নিদের্শনা রয়েছে।
এই শিক্ষা কর্মকর্তা আরো বলেন, আমি মনে করি- নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে। শিশুরা বিদ্যালয়মুখী হলে উপজেলায় কমবে ঝড়ে পড়ার সংখ্যা। এর ফলে চরফ্যাশনে বৃদ্ধি পাবে শিক্ষার মান। শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সর্বদা সচেষ্ট রয়েছে।