৩১ ডিসেম্বর ২০২৩, ২১:৫০
নিখোঁজের ৬ দিন পার হলেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র
বরগুনার পাথরঘাটায় মাদরাসা ছাত্র মো.মাসুদ রানার (১৭) নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার (২৫ ডিসেম্বর) মাসুদ রানা নিখোঁজ হয়। নিখোঁজ মাসুদ রানা পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মানিক মিয়ার ছেলে।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন নিখোঁজের পর থেকেই আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এদিকে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাসুদ রানার বাবা মানিককে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পাথরঘাটা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই। আমরা অনুসন্ধান চালাচ্ছি।