হুইপের গাড়িবহরে দুই দফা হামলা, ২ গুলিবিদ্ধসহ আহত ২৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ PM
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের বর্তমান হুইপ শামসুল হক চৌধুরীর প্রচারণার সময় দুই দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার এ হামলা করা হয়। প্রথম দফায় শান্তিরহাটস্থ মাদরাসা গেটে সকাল ১১টায় হামলার ঘটনায় এক নারী ও হুইপের ভাইসহ পাঁচ জন আহত হয়।
সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে মাহমুদ নগর এলাকায়। ওই ঘটনায় হুইপের গাড়িবহরে গুলি, রাম দা দিয়ে কুপিয়ে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয় দুইজন ও আহত হন হুইপের ছোট বোনসহ ২৫ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন।
গুলিবিদ্ধ দুইজন হলেন- মুহাম্মদ মনির (৪২) এবং ইদ্রিস (৪০)। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), রেখা চৌধুরী (৪০), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সোলাইমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। হামলাকারীর সংখ্যার চেয়ে পুলিশের সংখ্যা খুবই নগন্য ছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।