ঈগল মনে করে শকুন নিয়ে নির্বাচনী প্রচার, অতঃপর...
জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ খানের সমর্থকেরা। গত ২৫ ডিসেম্বর বিকেলে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে শকুনটি নিয়ে মজিদ খানের নির্বাচনি প্রচারণা চালানো হয়। পরে এটি জেলাজুড়ে আলোচিত হয়।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। তাই খবর পেয়ে বন বিভাগের লোকজন বিরল প্রাণীটি উদ্ধার করেন। বর্তমানে অসুস্থ শকুনটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকার হাওরে এলাকাবাসীর হাতে বিরল প্রজাতির শকুনটি ধরা পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পাখিটি দেখতে অসংখ্য উৎসুক জনতা ভিড় করেন। সেটিকে নিয়ে উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা শুরু করেন হবিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ খানের সমর্থকেরা। নির্বাচনে ঈগল প্রতীক পান আওয়ামী লীগের এ স্বতন্ত্র প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে অনেকে পোস্ট করেন। পরে জেলা বন বিভাগ কর্মকর্তাকে অবহিত করা হলে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁরা শকুনটি উদ্ধার করেন।
আইইউসিএনের হিসেবে বাংলাদেশে মাত্র ২৬৮টি শকুন রয়েছে জানিয়ে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, এটি হিমালয় থেকে আসা বিরল প্রজাতির একটি শকুন। বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে অসুস্থ শকুনটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আনা হয়েছে। ৬ থেকে ৭ দিন চিকিৎসা দিয়ে এটিকে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।