দেড় হাজার কিডনি প্রতিস্থাপন করলেন অধ্যাপক কামরুল
দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন মানবিক ডাক্তার খ্যাত অধ্যাপক কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১ হাজার ৫০০তম কিডনি প্রতিস্থাপন করেন তিনি।
রাত ১১টায় রাজধানীর শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে এক রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করেব স্বাধীনতা পদকপ্রাপ্ত এ চিকিৎসক। দেশের হয়ে প্রথমবার কোনো চিকিৎসক দেড় হাজার কিডনি প্রতিস্থাপন করলেন।
এ বিষয়ে অধ্যাপক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে— আমি আমার ব্যক্তিগত জীবনে ১৫০০ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করতে পেরেছি। এই অর্জন আমার জন্য সম্মানের এবং গৌরবের। স্রষ্টার কাছে এর কৃতজ্ঞতা জানিয়ে কখনো শেষ হবে না। দোয়া করবেন যেন আমৃত্যু এই কাজটি করে যেতে পারি।
প্রসঙ্গত, সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের পর এক বছর কিডনি সচল থাকার হার ৯৪ শতাংশ। তিন বছর পর্যন্ত ৮৪ শতাংশ, পাঁচ বছর পর্যন্ত ৭২ শতাংশ এবং ১০ বছর পর্যন্ত কিডনি সচল বা সুস্থ থাকার হার ৫০ শতাংশ।