মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেয়ার হুমকি সমাজকল্যাণমন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ  © ফাইল ছবি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ও  সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের এক নেতাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, ‘তোমার ঘাড় মটকে দেব, তুমি এখনো লোক চিন নাই।’

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে হুমকি প্রদানের ওই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফা যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চিন নাই। তোমার চরিত্রের ঠিক নাই।’ 

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ভুল্ল্যারহাট মাঠে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাম মর্তুজা হানিফ।

সেই বক্তব্যে তিনি বলেন, ‘জামান সাহেব (নুরুজ্জামান আহমেদ) ১৯৯৬ সালের নির্বাচনে ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা আজও পাইনি। তিনি এতই টাকাওয়ালা, তো আমার ঋণ পরিশোধ করলেন না কেন? এতই যদি ভালো মানুষ হন। তো সমালোচনা সহ্য করতে পারেন না কেন?’

জনসভায় ঘাড় মটকে দেয়ার হুমকির বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘আমি থানায় অভিযোগ করব, নির্বাচন কমিশনে মামলা করব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।’


সর্বশেষ সংবাদ