২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৫৪

ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর

ইসি আনিছুর রহমান  © ফাইল ছবি

ভোটকেন্দ্রে না যাওয়ার বিষয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আনিছুর রহমান বলেন, ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ শোডাউন করতে পারবে না। 

নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ইসি আনিছুর রহমান বলেন, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।

আরও পড়ুন: বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধী দল: শেখ হাসিনা

তিনি বলেন, কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাতবছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়।