রাজধানীর ১১০ স্থানে জামায়াতের ভোট বর্জনের লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত থাকা, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগরীর ১১০ স্থানে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নেতৃত্বে রাজধানীর মিরপুর ১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে ভোট বর্জনের আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী শূরা সদস্য এড.আ.হামিদ, জামায়াত নেতা এড.আ.রাকিব, মিরাজুল ইসলাম, ইসলাম, ছাত্রনেতা হাসানুল বান্না, ফাহাদ প্রমূখ।
এছাড়া রাজধানীর বাড্ডায়, মিরপুর শেওড়া পাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, হাতিরঝিল, তেঁজগাও শিল্পাঞ্চল থানা, কাফরুল ও রাজধানীর ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক ৫৩ থানার বিভিন্ন ওয়ার্ড, মহল্লার ১১০ স্থানে লিফলেট বিতরণ করা হয়।