২০ ডিসেম্বর ২০২৩, ২১:১০

নাশকতার মামলায় বিএনপি নেতা সোহেল-নীরবসহ ১৯ জনের কারাদণ্ড

  © সংগৃহীত

পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২০ ডিসেম্বর) এ রায় প্রদান করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এর বিচারক মইনুল ইসলাম। 

কারাদণ্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, রেফাত উল্লাহ, আলমগীর কবির প্রমুখ। 

এই মামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।