নির্বাচনে ২৮৩ আসনে লড়বে জাতীয় পার্টি
দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ২৮৩ আসনে জাতীয় পার্টি লড়বে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার পর এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
কোনো চাপে পড়ে নির্বাচনে অংশগ্রহণ করছি না জানিয়ে তিনি বলেন, জাপা আস্থাশীল, সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে। নির্বাচনে দেশের মানুষ ভোট দেবে বলে আমরা আশা করি। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচন অর্থবহ করাই আমাদের মূল লক্ষ্য। কিছু কিছু আসন নিয়ে অন্যদলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকতে পারে। নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী নিয়ে ভাবছে না জাপা।
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। এটি এক-দুই ঘণ্টার বিষয় না।