১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৭

রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি: নজরুল ইসলাম

রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি: নজরুল ইসলাম
  © সংগৃহীত

আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেটিকে রসিকতার নির্বাচন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। আজ শনিবার বেলা পৌনে দুইটায় এই সমাবেশ হয়।

৫০ দিন পর নয়পল্টনে এ কর্মসূচি পালন করছে বিএনপি। দুপুর ২টা ২০ মিনিটে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

নির্বাচন বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণ এই নির্বাচন চায় না। জনগণ ভোট দিতে যাবে না। তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে, তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে।’

খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন নির্বাচন খেলার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও উল্লেখ করেন।