১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:০৮

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

তীব্র শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে  © সংগৃহীত

ঘন কুয়াশা ও পাহাড় থেকে নেমে আসা হিম বাতাসে পঞ্চগড়ের মানুষের অবস্থা দূর্বিসহ করে তুলেছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রের্কড করেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, জেলায় মাঝারি শৈত্য প্রবাহ চলছে। হিমালয় থেকে আসতে শুরু করেছে ঠান্ডা বাতাস। দুপুরের দিকে রোদের দেখা মিললেও সন্ধ্যা হতেই হাটবাজার ও রাস্তাঘাট হয়ে পড়ছে জনশুন্য। তবে চা বাগান ও পাথর শ্রমিকদের কাজ বন্ধ থাকায় জীবিকা নিয়ে বিপদে আছেন তারা।

অনেকে নদীর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করছেন। শীতবস্ত্র ও খাদ্য সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সহরত আলী ও মজিবর রহমানসহ কয়েকজন জানান, তীব্র শীতে আয় কমেছে সবার। জানুয়ারি পর্যন্ত এ অবস্থা থাকবে বলে তারা জানান।

পঞ্চগড়ে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা কমছে। জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পৌষ ও মাঘে তাপমাত্রা আরো কমবে। ৬ ডিগ্রির নিচে নিয়ে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এ পরিস্থিতিতে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আরো পড়ুন: বিজয় দিবসে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ্দিন বলেন, তেঁতুলিয়ায় বুধবার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। জানুয়ারির পুরো সময়জুড়ে মাঝারি শৈত প্রবাহের আশংকা রয়েছে। তাপমাত্রা ৮ ডিগ্ররির নিচে নেমে আসতে পারে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শীতার্ত মানুষের পাশে দাড়াতে সরকারিভাবে প্রস্তুতি নেয়া হয়েছে। অসহায় মানুষের খ্যাদ্য সহায়তাসহ শীত মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হচ্ছ।