১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৪৯

চাঁদ দেখা গেছে, শুরু হলো জমাদিউস সানি মাস

  © সংগৃহীত

দেশের আকাশে আজ জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ১৪৪৫ হিজরি সনের নতুন এ মাস গণনা করা হবে।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

বৈঠকে ১৪৪৫ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে গত বুধবার ইসলামি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কথা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলামসহ আরও অনেকে।