রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত, খোলা থাকবে রিসোর্ট-কটেজ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাজেক সফর স্থগিত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির সফর স্থগিত হওয়ায় পর্যটকদের জন্য সাজেকের রির্সোট খোলা থাকবে।
সফর স্থগিতের বিষয়টি রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। আমরা আজ দুপুরে চিঠি পেয়েছি।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর আগে, রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।