১০ ডিসেম্বর ২০২৩, ২২:১১

এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না সৌরভের

সৌরভ দাস  © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যান চাপায় সৌরভ দাস (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে এবং উপজেলার খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সৌরভ চন্দ্র কাপাসিয়া বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা শেষে একটি যাত্রীবাহী অটোরিকশায় বরুন গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কাপাসিয়া ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে সৌরভ সিটকে পড়ে যান। এ সময় কাভার্ডভ্যানটি তাকে আবারো চাপা দেয়। 

তাৎক্ষণিক আশপাশের দোকানের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানসহ চালক আব্দুল বাছির (২৮) ও সহযাগী আলমগীর হোসেনকে (২৬) আটক করে পুলিশ খবর দেয়। 

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।