১০ ডিসেম্বর ২০২৩, ২০:৪৫

প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম  © সংগৃহীত

প্রার্থিতা ফিরে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। রোববার (১০ ডিসেম্বর) শুনানি শেষে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফিরে পেতে গত বুধবার ইসিতে আপিল করেছিলেন হিরো আলম। রোববার তার আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

হিরো আলমের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মিজানুর রহমান।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘ছোটখাটো ভুল হয়েছিল। তাই প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছিলাম। আজ বিকেলে শুনানি শেষে আপিল আবেদন মঞ্জুর করেছে ইসি।’

প্রসঙ্গত, হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।