বাংলাদেশের ভূমিকম্পের তথ্য দেন আবহাওয়াবিদ!
সাম্প্রতিক কালে দেশে ছোট ছোট ভূমিকম্প ঘটছে। কিন্তু এ বিষয়ে সরকারিভাবে যে তথ্য দেওয়া হচ্ছে সেটি কোনো সিসমোলজিস্ট (ভূতত্ত্ববিদ) তৈরি করেন না, করেন একজন আবহাওয়াবিদ।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যই দেশের মানুষকে সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তর। এর কারণ হলো, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে ভূমিকম্প নিয়ে অভিজ্ঞ কোনো বিজ্ঞানীও নেই। এ কারণে ভূমিকম্প হওয়ার পরে ম্যানুয়াল পদ্ধতিতে ডেটা সংগ্রহ করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, ১৯৮৪ সালে তৈরি হওয়া অর্গানোগ্রামে ভূমিকম্পবিদ কিংবা ভূতত্ত্ববিদের পদ নেই।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, 'আমাদের সংশোধিত অর্গানোগ্রামে এ ধরনের পদ রেখেছি। কিন্তু অর্গানোগ্রামটি মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।'
তিনি জানান, তাদের এমন কিছু আবহাওয়াবিদের সঙ্গে কাজ করা দরকার, যারা জাপানে ভূমিকম্পের বিষয়ে কিছু প্রশিক্ষণ নিয়েছেন।
কেবল দুজন কর্মকর্তা বাংলাদেশে ভূমিকম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারেন না।
যেকোনো উন্নত দেশে, এমনকি প্রতিবেশী ভারতেও স্বয়ংক্রিয় মেশিন এবং মেসেজিং সেবা ব্যবহৃত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।