জনগণ পাতানো নির্বাচনে ভোট দেবে না: ১২-দলীয় জোট
আওয়ামী লীগ মজলুম মানুষের রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও পাতানো নির্বাচনের খেলা খেলতে চায়। তাদের প্রতিহত করতে হবে। নৌকা গুম-খুনের প্রতীক সুতরাং জনগণ তাদের ভোট দেবে না।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও রাজবন্দিদের মুক্তির দাবিতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ১২-দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব থেকে বিজয় নগর ঘুরে পল্টন মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশে এই মিছিল শেষ হয়।
১২-দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগ এখন দেশের শত্রু, জনগণের শত্রু। তারা দেশের পচনশীল রাজনৈতিক দল এবং নৌকা গুম-খুনের প্রতীকে পরিণত হয়েছে।
বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।