০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৪

আওয়ামী লীগের সমাবেশ করতে অনুমতি নিতে হবে: ইসি

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  © সংগৃহীত

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এ জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব অশোক কুমার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আচরণবিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।

আরো পড়ুন: হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুলের, আজই শুনানি

এর আগে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত হওয়ার ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।