২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৭

আজ ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

পিটার ডি হাস   © সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিভিন্ন গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন হঠাৎ গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার পর তাকে নিয়ে তৈরি হয় নতুন করে আলোচনা। 

দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। ফ্লাইটটি কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে।

আরও পড়ুন: বাংলাদেশে দূতাবাস বন্ধ করল আলোচিত এক দেশ

এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।

বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়াও। পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। পরবর্তী পাল্টা জবাব দেওয়া হওয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও।