২৬ নভেম্বর ২০২৩, ১৭:১২

আ. লীগের মনোনয়ন পেলেন পিএসসির সাবেক চেয়ারম্যান

ড. মোহাম্মদ সাদিক  © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (২২৭, সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার মনোনয়ন পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। তিনি সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ২২৭ (সুনামগঞ্জ-৪) এর সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ সাদিকের নাম ঘোষণা করেন তিনি।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করতে অনেক পুরনো মুখের পরিবর্তে নতুন মুখ বেছে নিয়েছেন। এক্ষেত্রে তাদের সততা, আনুগত্য ও গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়েছে। বয়স্ক অনেককে বাদ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ৩টিতেই নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। পুরনোদের মধ্যে সুনামগঞ্জ-৫ আসন থেকে চারবারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে রাখা হয়েছে। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-১ আসনে রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ আসনে আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনে মোহাম্মদ সাদিক।