কারাগারে মারা গেলেন বিএনপি নেতা
গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা গোলাপুর রহমানের (৫৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগের দিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন গোলাপুর রহমান। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গণভবনে মাশরাফি-সাকিব
গোলাপুর রহমান চট্টগ্রামের চাঁন্দগাও থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। শামসুদ্দিন দিদার জানান, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগেরদিন শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোলাপুর রহমানকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।