বঙ্গোপসাগরে ২০০ জেলেসহ ১৫ ট্রলার নিখোঁজ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরগুনায় ২০০ জনের বেশি জেলেসহ মাছ ধরার ১৫ ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সাগরে মাছ শিকারে যাওয়া ১৫ থেকে ২০টি ট্রলার ঘাটে আসেনি এবং তাদের সাথে মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। হয়তো তারা সুন্দরবনের কোথাও আশ্রয় নিতে পারেন।
তিনি আরও জানান, গভীর সাগরে যাওয়া প্রত্যেকটি বড় ট্রলারে ১৪ থেকে ১৮ জন জেলে থাকে। সে হিসেবে অন্তত ২৪০ জন জেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে: প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলে ইতোমধ্যে আঘাত হেনেছে। তবে এটি এখন দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে।