১৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৭

নভেম্বর রেইন: একটি প্রেমের অনুভূতির গল্প

নভেম্বর রেইন: একটি প্রেমের অনুভূতির গল্প
  © প্রতীকী

সারাদেশে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া যেন আভাস দিচ্ছে, শীত এসে গেছে! আর তাতেই স্যোশাল মিডিয়ার হোমপেজে ‘নভেম্বর রেইন’ গান নিয়ে অসংখ্য স্ট্যাটাস দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছেঁয়ে যাচ্ছে বহুল পরিচিত গানটির লাইনগুলোতে। প্রতিবছর নভেম্বর মাসেই শোনা যায় চিরাচরিত এই লাইনটি। নভেম্বরে বৃষ্টির আভাস যেন নতুন করে প্রাণ এনে দেয় ‘নভেম্বর রেইন’ নামক শব্দটিকে। 

নভেম্বর মাসেও বৃষ্টি হয়েই থাকে। সাধারণত সাগরে নিম্নচাপ থেকে এই বৃষ্টির উৎপত্তি। নভেম্বর মাস শুরু হলেই ফেসবুকে তাই স্মরণ করা হয় নভেম্বর রেইনকে। শীত বাড়তে থাকে এই বৃষ্টির পর থেকে। মজার ব্যাপার হলো, গানটির সঙ্গে নভেম্বর মাসের বৃষ্টির কোনো সম্পর্ক নেই। ‘নভেম্বর রেইন’ শব্দ দুটি শুধুমাত্র একটি উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে।

এই গানের বিষয়বস্তু হলো—প্রেমের সম্পর্কে থাকা এক নারী ও পুরুষের জীবনের আগামী দিনের সময়গুলো কেমন যাবে সেটার ব্যাপারে পুরুষের নানা রকম অনুভূতি কথা।

প্রশ্ন হচ্ছে নভেম্বর রেইন কী? ‘নভেম্বর রেইন’ লাইনটি এসেছে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এর অমর সৃষ্টি নভেম্বর রেইন গান থেকে। গানটি ১৯৯২ সালে মুক্তি পায়। গানটি একই ব্যান্ডের সদস্য এক্সেল রসের লেখা। ১৯৮৩ সাল থেকে গানটি লেখা শুরু করেছিলেন এক্সেল রস। ৯ বছর পর সম্পূর্ণ মনে হওয়ায় গানটিকে মুক্তি দেওয়া হয় ‘ইউজ ইয়োর ইল্যুশন ১’ অ্যালবামে। 

গানটি সেই সময় টপচার্টের শীর্ষ তিনে উঠে আসে। গানটিকে অসম্ভব জনপ্রিয়তা এনে দেয় এর মিউজিক ভিডিওটি। প্রায় ১.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ভিডিওটি এখন অবধি সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিওগুলোর তালিকায় রয়েছে। মিউজিক ভিডিওটি এমটিভির সর্বাধিক অনুরোধ প্রাপ্ত ভিডিওতে পরিণত হয় ঐ বছর। এছাড়া এমটিভির শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফির পুরষ্কার জিতে নেয় একই বছর। 

গানটির মধ্যে প্রথমবার বলা হয়েছে—প্রেমিক সন্দেহ প্রকাশ করছে যে, যেহেতু কিছুই চিরস্থায়ী নয়; মানুষের মন বদলে যায়। তাই সে জানে না তার প্রেমিকার মনও বদলে যাবে কি না! আরও বলা হয়েছে, জীবনের কঠিন সময়ে নিজেকে স্থির রাখা খুব কঠিন। তার প্রেমিকা সেরকম কঠিন সময় এলে স্থির থাকতে পারবে কি না—তা নিয়ে সে সংশয়ে রয়েছে। এই চিন্তা উপমা করে কঠিন সময়টাকে বলা হয়েছে ‘নভেম্বর রেইন’ আর স্থির থাকার ব্যাপারটা ‘হোল্ড আ ক্যান্ডেল’ দিয়ে প্রকাশ করা হয়েছে।

দ্বিতীয়বার বলা হয়েছে, এখানে প্রেমিক প্রেমিকাকে বলছে, তাকে সত্যিকারে ভালোবাসতে চাইলে যেন অতীতের ভুলগুলো আবার না করে। না হলে কঠিন পরিস্থিতি এলে তাদের একসাথে পথচলা আর হবে না, সরে যাবে প্রেমিক। এখানেও কঠিন সময়ের উপমা নভেম্বর রেইন।

তৃতীয়বার বলা হয়েছে, এখানে প্রেমিকের জীবনে আসা অন্ধকার সময়ের ব্যাপারে প্রেমিকাকে চিন্তিত না হতে বলে তাকে আশা দিয়ে বলা হয়েছে, ঠিক সময়েই তারা কোনো একটা পথ খুঁজে নেবে। আর শেষে বলছে, কিছুই চিরস্থায়ী নয়। কঠিন সময়ও না। এবারো কঠিন সময়ের উপমা নভেম্বর রেইন।