১৬ নভেম্বর ২০২৩, ১৪:২২
তফসিল প্রত্যাখ্যান করে বিজয়নগরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ
জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।
এ সময় ওই সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর নেতা–কর্মীরা সড়ক থেকে চলে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ বৃহস্পতিবার চলছে বিএনপি জোটের ডাকা ৫ম দফা অবরোধ কর্মসূচি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে সর্বাত্মক অবরোধের সমর্থনে নয়াপল্টন এলাকায় মিছিল করছে গণ অধিকার পরিষদ।। মিছিলটি কাকরাইল মোড়, নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।