হঠাৎ ইসিতে নিরাপত্তা জোরদার
কয়েকদিনের মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগে হঠাৎ করে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
সরেজমিনেরে দেখা গেছে, নির্বাচন কমিশনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল সোমবার বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরা অতিক্রম করতে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।
এর আগে তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে গণমিছিল এবং পরের দিন সারা দেশে জেলা-মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। রাজনৈতিক সমঝোতা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা না করার দাবিও জানিয়েছে দলটি।
সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কবে নাগাদ তফসিল ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবেই তিনি এ কথা বলেন।